আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::যুক্তরাজ্য বন্ধু সমাবেশের সভা ম্যানচেষ্টারের অভিজাত এক রেস্টুরেন্টে মঙ্গলবার প্রথম পর্বের সভা যুক্তরাজ্য বন্ধু সমাবেশের মুখপাত্র বন্ধু ইমরান আহমদ এর সভাপতিত্বে ও সৈয়দ ছামি ও সায়েম চৌধুরীর পরিচালনায় ,পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল বছির ।এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বন্ধু সমাবেশের বন্ধু , মিসবাহউজ্জামান মাসুম , ফজরুল হক এনাম , সালেহ আহমদ , আব্দুল মোহাইমিন উনু , আবুল হাসনাত খান , আশরাফুল হুদা বাবুল , শাহেদ রাহমান , হাফিজুর রহমান কাজল , পীর সামসুদ্দিন কানন, আফসর উদ্দিন , হেলাল মিয়া , আব্দুল কাহার , রোমেন আহমদ , তুহিন , বাদশা , আমিনুর রহমান সেলিম , আজির উদ্দিন , এনামুল ইসলাম বাবু , মাহবুব আলম লিটন , সাহেদ আহমদ মুন্না ও রেজওয়ান আহমদ সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রায় দুই শতাধিক বন্দ্বু সদস্য উপস্থিত ছিলেন । সভায় উপস্থিতির সর্ব সম্মতিক্রমে যুক্তরাজ্য বন্ধু সমাবেশ নর্থ ওয়েস্ট এর সভাপতি হিসাবে সাদিকুর রহমান সাদিক ও সাধারণ সম্পাদক হিসাবে আব্দুল মতিন লাকি কে নির্বাচিত করা হয় ।
পরবর্তিতে দ্বিতীয় অধিবেশন নর্থ ওয়েস্ট বন্ধু সমাবেশ এর সভাপতি সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে ও দেওয়ান মহসিন উদ্দিন ও সাদিক চৌধুরীর যৌথ পরিচালনায় – বক্তব্য রাখেন , ফজরুল হক এনাম , সায়েম চৌধুরী , মুহাম্মদ শাহেদ রাহমান , সামসুল ইসলাম রাজন , সালেহ আহমদ, মাহতাব উদ্দিন , মিজানুর রহমান মিজান , হাজী মজনু মিয়া , সৈয়দ জামিল ইমরুল হক হিরক, মাসুম আহমদ , নুর মিয়া , মাসুম আহমদ জালালাবাদী, জুনেদ আহমদ ,পাপলু , নিজাম , নয়ন প্রমুখ ।
মনোজ্ঞ এ অনুষ্ঠানের দ্বিতীয় পবের্ যুক্তরাজ্য বন্ধু সমাবেশ নর্থ ওয়েস্টের পক্ষ থেকে যুক্তরাজ্য বন্দ্বু সমাবেশের সদস্য বন্দ্বু ফজরুল হক এনামের বিদায় উপলক্ষে ফুল ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয় ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত বন্দ্বুরা নাচে গেয়ে ও ধামাইল গানের সাথে মধ্যরাত অবধি উপভোগ করেন ।