জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাজ্য থেকে আরও ১৫০ জন প্রবাসী সিলেটে এসেছেন।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানি বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
তিনি বলেন, ‘বিমানে মোট যাত্রী ছিলেন ১৬৬ জন এর মধ্যে সিলেটের ১৫০ জন। বাকি ১৬ জন ঢাকার। পরে ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে বিমানটি।’
তিনি বলেন, ‘বিমানবন্দরের সিলেটের ১৫০ জন যাত্রী নামার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কোয়ারেন্টিন পালনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।’
এদিকে মহানগর পুলিশ সূত্রে জানা যায়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যাওয়া যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটানিয়াতে ৩৮ জন, হোটেল অনুরাগে ১৯ জন, হোটেল নূরজাহানে ১৬ জন, হোটেল হলিগেইটে ৩৪ জন, হোটেল হলি সাইডে ১২, লা রোজে ১৮, স্টার প্যাসিফিকে ৩ জন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বলেন, ‘যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নগরের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য পাঠানো হয়েছে।’
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে।
সুত্র-সিলেট মিরর