জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
যুক্তরাজ্যে গ্রেটার সাসেক্স আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম সাহাদাত বার্ষিক ও জাতীয় শোকদিবসের আলোচনা সভা ও দোয়ামাহফিল গত শনিবার ব্রাইটনের স্হানীয় রিভার স্পাইস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য গ্রেটার সাসেক্স যুবলীগের সভাপতি ফয়ছল আম্বিয়া টিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাসেক্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ ফরিদ আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৌস চৌধুরী ,মজমিল হোসেন ,বদরুল হক, ফারুক আহমেদ ,সুরত আলী , আমির আলী, আতিকুর রহমান , সিতু কামালী, তাহিদ মিয়া কয়েছ , আব্দুর রহিম, আলী আকবর, মনিরুজ্জামান রয়েল, দবির মিয়া, হাসান খাঁন , ফয়ছল হাসান, জালাল আহমেদ,কয়েছ আহমেদ প্রমুখ । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক আলী আকবর। দোয়া মাহফিল পরিচালনা করেন সাসেক্স আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ ।