স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্যে বয়েজ অফ সৈয়দপুর নিউক্যাসল এর উদ্যোগে নর্থইস্ট যুব পরিষদ সভাপতি মল্লিক শাহী মাহমুদ নয়নকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার যুক্তরাজ্যের নিউক্যাসল শহরে বয়েজ অফ সৈয়দপুর সংগঠনের উদ্যোগে নব-নির্বাচিত নর্থইস্ট সৈয়দপুর যুব পরিষদ এর সভাপতি মল্লিক শাহী মাহমুদ নয়নকে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ রববানীর সভাপতিত্বে ও নিউক্যাসল কমিনিউটি নেতা সৈয়দ খায়রুল এবং সৈয়দ কাউছারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউক্যাসল বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান শিল্পপতি মো. মাহতাব মিয়া, সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান সৈয়দ খালিদ মিয়া অলিদ, কাউন্সিলার হাবিব, কমিউনিটি নেতা ফজলুল করিম, নিউক্যাসল সৈয়দপুর শামছিয়া সমিতির সভাপতি মল্লিক জুবের, সৈয়দপুর উন্নয়ন সংস্থা ইউকে সাধারণ সম্পাদক ওয়াহিদ মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী শাকির কোরেশী, বিএনপি নেতা সৈয়দ মোছাদ্দিক সোলায়মান, সৈয়দ মিজান, সৈয়দপুর যুব পরিষদ ইউকের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুয়েব, সৈয়দপুর উন্নয়ন সংস্থা ইউকের সহ-সভাপতি সৈয়দ তোহেল, সৈয়দপুর যুব পরিষদ ইউকের সহ-সভাপতি সৈয়দ জামিল আহমেদ, আ.লীগ নেতা আবুল ইমরান, সৈয়দপুর যুব পরিষদ ইউকের কোষাধ্যক্ষ সৈয়দ খানুর আহমেদ, সৈয়দপুর যুব পরিষদ ইউকের সহ-সভাপতি সৈয়দ আমিনুল ইসলাম, মল্লিক রফি মাহমুদ, মল্লিক শামিম আহমদ, মোসতাক কোরেশী, সৈয়দ সেলু, আজিজুর রহমান, রফিকুজ্জামান নিলু প্রমূখ।
Leave a Reply