যুক্তরাজ্য প্রতিনিধি :: যুক্তরাজ্যের ব্লেচলি এলাকায় প্রকাশ্য দিবালোকে ৮২ বছরের বৃদ্ধাকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এই আক্রমনকে ভয়ংকর বলে উল্লেখ করেছে।
বিবিসি সূত্রে পুলিশ জানিয়েছে ভিকটিম মহিলা শুক্রবার দুপুরে ব্লেচলি এলাকার বাকিংহাম রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় হঠাৎ করেই ২০ বছর এক যুবক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে ধর্ষনের চেষ্টা করে।
পুলিশ বলছে বৃদ্ধাকে আক্রমনকারী সাদা যুবকের বয়স আনুমানিক ২০, সে সুস্বাস্থ্যের অধিকারী। তার মাথায় ছিল কালো বেনি টুপি, পড়নে ছিল কালো জ্যাকেট, কালো ট্রাউজার, তার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। পুলিশ উক্ত অপরাধীকে ধরিয়ে দিতে জনগনের সহযোগিতা চেয়েছে।
Leave a Reply