জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের মধ্যাকাশে একটি হেলিকপ্টার ও উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হতাহতের শংকা রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৬ মিনিটে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বের শহর থেমস ভ্যালির ওয়াডেসডন গ্রামের কাছে এঘটনা ঘটে।
স্থানীয় ওয়েডডেসডন প্রাসাদের এক মুখপাত্র জানান, উইনচেনডন গ্রামের উপরে আকাশে সংঘর্ষটি হয়। এরপরেই আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই জরুরি সেবা ডাকা হয়েছে। আকাশে দুর্ঘটনা তদন্তকারী টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, কিন্তু বেশি জোর দেয়া হচ্ছে উদ্ধার কাজে।
থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ফলে সৃষ্ট সমস্যাগুলো কমানোর জন্য সমন্বয় করছে। তারা আরও জানায়, দিনের অবশিষ্ট সময় সড়কগুলোতে চলাচল ব্যাহত হবে।
বাকিংহামশায়ারের আগুন ও উদ্ধার পরিষেবা অফিস থেকে জানানো হয়েছে, সাতটি উদ্ধারযান ঘটনাস্থলে রওয়া দিয়েছে।