Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দম্পতির মৃত্যু

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের দম্পতির মৃত্যু

যুক্তরাজ্য অফিস :

যুক্তরাজ্যের বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি দম্পতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০২১) রেডিস বার্মিংহাম মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের এক সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ব্যবসায়ী আবদুর রহমান মুয়িম (৪৮) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৮)।
তারা ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

নিহত আবদুর রহমান মুয়িম সিলেটের মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা।
তার স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেডিস বার্মিংহাম মহাসড়কে তিনটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।
তার স্বামী আব্দুর রহমান মুয়িমকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এই দম্পতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আত্মীয়স্বজন ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version