যুক্তরাজ্যস্থ জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন বাসির উদ্যোগে শাহার পাড়ার বিশিষ্ট মুরুব্বি জনাব শাহ আলম কামালীর সভাপতিত্বে, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক রুহুল আমিন কামালী’র পরিচালনায় ৭নং সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব তৈয়ব মিয়া কামালীকে লন্ডনের ওয়াটার লিলি হলে এক সংবধর্না প্রদান করা হয়। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব রফু মিয়া কামালী। প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক কলামিষ্ট সৈয়দ আনাস পাশা।প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে জঙ্গি ও সন্তাস মুক্ত একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন গড়ার জন্য কাজ করি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন.. সৈয়দ খালিদ মিয়া অলিদ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব লুৎফুর রহমান কামালী, জনাব আহমদ কুতুব,সৈয়দ শাহেদ আহমদ,সৈয়দ নুরুল ইসলাম দুলু,গয়াছ মিয়া,সৈয়দ দুলাল, তাহের কামালী,সৈয়দ তাজুদ মিয়া,জয়তুন মিয়া,ইউসুফ কামালী,শেখ ফারুক,জাহাঙ্গীর হুসেন লালন,অয়েছ কামালী লেবু,খালেদ কামালী,আজাদ আলী,মতিউর রহমান কামালী,সৈয়দ জিল্লুল হক,আরো বক্তব্য রাখেন রফিকুল হক দুলা,আলতাবুর রহমান,নুর আলী,আঃ মফিজ,কবির আহমদ মিনু,হারিক কামালী,সৈয়দ হিলাল,জয়নাল আহমদ,রুমেন মিয়া,আরিফ হাসান টুনু,নোমান কামালী… আরো উপস্তিত ছিলেন.. ছাদিক কামালী,ছানাখ কামালী,সানুর কামালী,পাখি মিয়া,লুৎফুর রহমান আলফু মিয়া,সৈয়দ বেলাল,আঃ রাজ্জাক,সিদ্দেক কামালী,ছানাখ মিয়া,আমিনুর কামালী,জুনেদ ও প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি-
Leave a Reply