যুক্তরাজ্য প্রতিনিধি-
জগন্নাথপুরের কৃতিসন্তান এডভোকেট সুয়াইব আহমদ যুক্তরাজ্যে কৃতিত্বের সহিত মাস্টার্স অব ‘ল ( এল এল এম) ডিগ্রী অর্জন করেছেন। ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথ থেকে তিনি এই ডিগ্রী অর্জন করেন। গত ২৪ জুলাই ইউনিভার্সিটি হলে এক জাকজমক পূর্ণ অনুষ্টানের মধ্য দিয়ে ইউনিভার্সিটি চ্যান্সেলর তার হাতে সার্টিফিকেট তুলে দেন।
তিনি সুনামগজ্ঞ জেলার জগন্নাথপুর উপজেলার চিতুলীয়া গ্রামের মরহুম আলহাজ্ব হরমুজ আলী মাস্টার সাহেবের কনিষ্ঠ পুত্র এবং যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব ছালেহ আহমদ , জগন্নাথপুর উপজেলা যুবলীগের অন্যতম নেতা আলী আহমদ ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ এর কনিষ্ঠ ভাই ।
তার এই সফলতায় পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বন্ধু-বান্ধব এর সহযোগিতা এবং সর্বোপরী তার স্ত্রী ডাক্তার সোহাদা বেগম এর অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন ।
যুক্তরাজ্যে আসার পূর্বে সিলেট জজ কোর্টে তরুণ আইনজীবী হিসেবে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।
আগামীতে তিনি ব্যারিস্টারী কোর্স সম্পন্ন করার ইচ্ছা আছে জানিয়ে সকলের দোয়া কামনা করেছেন ।