1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মদ’ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মদ’

  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’।

 

দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) ২০২৩ সালের শিশুদের নামের তালিকা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

 

প্রতিবেদনে, মুহাম্মদ নামটি এবার দীর্ঘদিন শীর্ষে থাকা ‘নোয়াহ’কে পেছনে ফেলে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। নোয়াহ এবার দ্বিতীয় স্থানে রয়েছে, আর তৃতীয় স্থানে আছে ‘অলিভার’।

 

 

মেয়েদের মধ্যে টানা অষ্টম বছরের মতো শীর্ষে রয়েছে ‘অলিভিয়া’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অ্যামেলিয়া’ এবং তৃতীয় স্থানে ‘আইসলা’।

 

মুসলিম পরিবারগুলোর ঐতিহ্যের প্রতিচ্ছবি

 

২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ৪ হাজার ৬৬১ শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ। আগের বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ১৭৭। এই নাম ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি শ্রদ্ধার প্রতীক এবং এটি মুসলিম পরিবারগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

 

 

ওএনএসের তথ্য অনুযায়ী, প্রতি বছর যুক্তরাজ্যে শিশুদের নামের তালিকা সমাজের বিভিন্ন পরিবর্তন এবং অভিবাসনের প্রভাব তুলে ধরে। মুহাম্মদ নামের শীর্ষে উঠে আসা যুক্তরাজ্যে মুসলিম কমিউনিটির শক্তিশালী অবস্থান ও তাদের ঐতিহ্য রক্ষার চিত্র ফুটিয়ে তোলে।

 

যুক্তরাজ্যে বহুজাতিক সংস্কৃতি

 

মুহাম্মদ নামের এই সাফল্য যুক্তরাজ্যের বহুজাতিক সংস্কৃতির একটি উদাহরণ। এটি শুধু মুসলিম কমিউনিটির মধ্যেই নয়, বরং দেশটির অন্যান্য ধর্মের মানুষের কাছেও একটি পরিচিত নাম হয়ে উঠছে।

 

এটি প্রমাণ করে যে, যুক্তরাজ্যে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দিন দিন বাড়ছে এবং দেশটি তার বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে আরও বেশি গ্রহণ করছে।

সৌজন্যে কালবেলা.কম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com