যুক্তরাজ্য প্রতিনিধি:: যুক্তরাজ্যে শেখ কামালের জন্মবার্ষিকী পালনযুক্তরাজ্যআওয়ামী লীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের মন্টিফিউরী সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন। যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাবেক যুব নেতা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে শেখ কামালের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ শরীফ।
তিনি তাঁর বক্তৃতায় শেখ কামাল সম্পর্কে বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। তিনি বলেন, অনেক গুণের অধিকারি শেখ কামাল সম্পর্কে যখন ষড়যন্ত্রকারীরা কুৎসা রটনা করে তাদের ধিক্কার জানানো ভাষা আমার জানা নেই। তিনি শেখ কামাল সম্পর্কে জানার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
যুক্তরাজ্যে শেখ কামালের জন্মবার্ষিকী পালনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মাস্টার, যুগ্ম-সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস সম্পাদক আনছারুল হক, ধর্ম সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সহ-সভাপতি সফিক মিয়া, যুগ্ম-সম্পাদক আফসর খান সাদেক, নাছির উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনি, সহ-সভাপতি হোসনে আরা মতিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য শামীম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা চন্দন মিয়া, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খাঁন, যুবলীগ নেতা মোদ্দাব্বির হোসেন চুন্নু, যুক্তরাজ্য আওয়ামী তরুণলীগের সভাপতি ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, যুক্তরাজ্য আওয়ামী প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ জয়, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি জাকির আহমদ, সারোয়ার কবির, ছাত্রনেতা জুয়েল প্রমুখ।