Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যের লুটনে আর রাহমান এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান

 

যুক্তরাজ্য প্রতিনিধি::

আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর উদ্যোগে গত ২৮শে অক্টোবর লুটনের ডালাও সেন্টারে অনুষঠিত হয়েছে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষঠান । আর রাহমান একাডেমীর প্রিন্সিপাল ইমাম মাওলানা নুরুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় এবংআর রাহমানএডুকেশন ট্র্রাস্ট ইউ কে এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে ও মাওলানা সিদ্দিকুর রহমান এর পরিচালনায় উক্ত অনুষঠানে আরবীতে অধ্যয়নরত বিভিন্ন কোর্সে সাফল্য অর্জনকারী ছাএ/ছাএীদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় । অ্যাওয়ার্ড প্রদান অনুষঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান ও অধ্যাপক মফিজুর রহমান । অনুষঠানে অন্যান্যদেরমধ্যে আর ও উপস্থিত ছিলেন এবং ছাত্র/ ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন মোঃ সাইদুল ইসলাম খান,মাওলান রুহুল আমীন, মাওলানা আব্দুল আজিজ, মোঃ জালাল উদ্দিন, আব্দুল আলিম,আব্দুল কাইয়ুম সেলিম ও আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ । সর্বশেষে মুসলিম বিশ্বে্র শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত ও আর রাহমান এডুকেশন ট্র্রাস্টের জন্য ফান্ড রেইজিং এর মধ্য দিয়ে অনুষঠানের সমাপ্তি হয় ।

Exit mobile version