যুক্তরাজ্যস্হ চেরিটি সংগঠন তারক হেল্পিং হেন্ডস এর পক্ষ থেকে ইফতার স্থানীয় গ্রেইস জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ।এতে প্রায় দুই শতাধিক উপর অতিথি যোগদান করেন । সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলুর রহমান সংগঠনের গতবছরের কিছু কাজ কর্ম তোলে ধরেন। এর মধ্যে উল্লেখ যোগ্য, তারক বাজিলডন ইউনিভার্সিঠি হাসপাতালে ( নবজাতক বিভাগ ) অনুদান,সেন্ট লুকহসপাইস ( মুমুষ রোগীদের জন্য অনুদান ,মায়ানমার থেকে বাংলাদেশে আসা রূহিংগা শরণার্থী মধ্যে আর্থিক অনুদান,বাংলাদেশে বন্যা দুর্গতদের মধ্যে আর্থিক অনুধান উল্লেখ যোগ্য ।
সভায় উপস্থিত অতীতিরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন । ইফতারিতে যোগদান করেন স্থানীয় গণ্যমান্য বাসিন্দারা, এর মধ্যে গ্রেইজ মসজিদের সহ-সভাপতি সুয়াইবুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান যুগ্ম সম্পাদক জগন্নাথপুর আওয়ামী লীগ , কায়সার আব্বাস এথনিক মাইনরিঠি অফিসার লেবার পার্টি,যুগ্ম সাধারণ সম্পাদক জগলুর রহমান গ্রেইজ মসজিদ,মো:সিরাজুল ইসলাম খতিব গ্রেইজ মসজিদ, আব্দুর রসিদ খতিব গ্রেইজ মসজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সামি সানাউল্লাহ ট্রাভেল লিংকের সত্তাধীকারি ,সানোয়ার আহমেদ, মনেজার সোনালী ব্যাংক প্রমুখ ।বিশেষ ধন্যবাদ সংগঠনের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক আকলিছুর রহমান অর্থসম্পাদক সফিকুল ইসলাম, মজিবুর রহমান,জাহেদ আহমেদ খাবার সরবরাহের জন্য ।
উক্ত সংঘটনের সভাপতি আবুল খয়ের মিয়া ও সাধারণ সম্পাদক শিবলুর রহমান উপস্থিত অতীতিদেরকে তাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ।
Leave a Reply