স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি অসুস্থ প্রবীন সাংবাদিক শংকর রায়কে চিকিৎসা সহায়তা হিসাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে এই টাকা অসুস্থ সাংবাদিকের হাতে তুলে দেন জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব। এই চিকিৎসা সহায়তার জন্য সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি মুজিবুল হক মনি, সহ-সভাপতি হেলন মিয়া, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজা ও ট্রেজারার নুর আলীসহ সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দসহ আর্থিক সহায়তা প্রদানকারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন অসুস্থ প্রবীন সাংবাদিক শংকর রায়।
Leave a Reply