জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যারা জিততে পারবে শুধু তাদেরই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন সংস্থার জরিপে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, জিততে পারবে না, আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবে না।’
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের পাশে দাঁড়াতে যুবলীগ নেতাদের আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের আর মাত্র ৪-৫ দিন বাকি। ঈদে ঘরমুখো মানুষ যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে, সে জন্য সহযোগিতা করতে যুবলীগের ভাইদের অনুরোধ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে এই আহ্বান রাখছি। ‘
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, আবুল বাশার, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, অর্থ সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সদস্য শেখ ফজলে ফাহিম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply