জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।
গত ৫ জানুয়ারি থেকে পরবর্তী তিন মাসে নাশকতার বেশ কয়েকটি মামলায় বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামি করা হয়, যার মধ্যে বুধবার প্রথম অভিযোগপত্র জমা দিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সন্ধ্যায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ডিবির এসআই বশির উদ্দিন এই অভিযোগপত্র দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উজির আলী।
অভিযোগপত্রে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির আরও ৩৭ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, হাবিবুন নবী খান সোহেল, শওকত মাহমুদ, মারুফ কামাল খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আসামিদের মধ্যে ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতের আদেশ চেয়েছেন তদন্ত কর্মকর্তা বশির। বাকি সাতজন গ্রেপ্তার রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।হত্যাসহ দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা এবং বিস্ফোরক আইনে দুই মামলার অভিযোগপত্র দিয়েছেন ডিবি কর্মকর্তা বশির।
অভিযোগপত্র পাওয়ার পর আদালত অভিযোগ গঠনের শুনানি নেবে, তাতে সন্তুষ্ট হলে বিচার শুরুর আদেশ হবে। যদি তা হয়, তবে দুর্নীতি মামলায় বিচারের সম্মুখীন খালেদা জিয়াকে নাশকতার মামলায়ও আদালতে দাঁড়াতে হবে।
এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়াকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তার নিন্দা জানিয়েছে বিএনপি।
গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গত ৫ জানুয়রি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।
Leave a Reply