স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর পৌর শহরের আতংক দেখা দিয়েছে। যাত্রাপাশা গ্রামের এক বাড়িতে রাত সাড়ে ৯টার দিকে ৬/৭ জনের একদল দুবৃত্ত হানা দেয়ার ঘটনায় এ আতংক দেখা দেয়।
জানা গেছে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যাত্রাপাশা গ্রামের নিশি ঘোষের ঘরে ৬/৭ জনের একদল যুবক হানা দেয়। এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা চুটে আসেন। এতে দুবৃত্তরা পালিয়ে যায়। দুবৃত্তদের হামলায় গৃহকর্তা ও তার স্ত্রী আহত হন বলে গ্রামবাসী জানিয়েছেন। দিকে ডাকাতদলের হামলার খবর পেয়ে আশাপাশা গ্রামের শতাধিক লোক জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশ করে। এদিকে এঘটনায় যাত্রাপাশা গ্রামসহ পৌর এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে জগন্নাথপুর থানার ওসি হারুন রশীদ চৌধুরী বলেন, পুলিশ তৎপর রয়েছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে। যাত্রাপাশা গ্রামের ঘটনাটি গুরুত্বদিয়ে দেখা হচে্ছে।