অামিনুল হক ওয়েছ লন্ডন থেকে:; বাউলা কে বানাইলোরে ; গানের উৎসব প্রাণের উৎসব, বাউল উৎসবে এই প্রথমবারের মতো বাউলিয়ানা পরিবেশে নর্থওয়েস্টে প্রথমবারের মতো বসতে যাচ্ছে । চেতনা ইউকের ম্যানচেস্টারের উদ্দোগে বাউল উৎসব ৩ জানুয়ারি ২০১৬ রবিবার অনুষ্ঠিত হয়ে , ঐদিন দুপুর ১টা থেকে সন্দ্ব্যা ৭টা পর্যন্ত চলবে । সিরো মালাবার কমিউনিটি সেন্টার , প্লেমাউথ গ্রোভ , লংসাইট , ম্যানচেস্টার এম১৩ ওবিউ এ
বাঙালির এই প্রাণের উৎসবে যথাসময়ে স্ববান্দ্ববে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চেতনা ইউকে ম্যানচেস্টারের আয়োজকবৃন্দ ।
Leave a Reply