আমিনুল হক ওয়েছঃ- যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখা কতৃক আয়োজিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয় স্থানীয় বাংলাদেশ হাউস এর কনফারেন্স রুমে। সংগঠনের সভাপতি সুরাবুর রহমানের সভাপত্বিতে এবং এড মীর গোলাম মোস্তফার পরিচালনায় এতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মিল্লাত হোসেন উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ডাঃ নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন গউস মিয়া, সৈয়দ মাহমুদুর রহমান, আব্দুল হামিদ, রুহেল আমিন রুহেল, ডি.এন কুরেশী, গাউছুল ইমাম চৌঃ সুজন, নাজিরুল আলম, আব্দুল হান্নান, আঃ রশিদ সেকুল, সুরত মিয়া, বেলাল আহমদ, লিয়াকত খান, সাব্বির আহমদ পাপ্পু, মইন আহমদ লিটন, মনোহর আলী কামাল, আমিনুল হক ওয়েছ, শামীম তালুহদার, বাহার রহমান,ফয়জুল হক জুয়েল, সৈয়দ আসকর আলী, জুহেদুর রহমান প্রমোখও। শুরুতে মহান মুক্তযিুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন তাদর আত্মার প্রতি শ্রদ্ধা ঞ্জাপন করে একমিনিট নিরবতা পালন করা হয়। সভাপতি তাঁর স্বাগত বক্ত্যবে আগত সবাইকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখার জন্য আহবান জানান, বক্তাগন বাংলাদেশে এখনও যে সকল যুদ্ধাপরাধী অবাদে ঘুরে বেড়াচ্ছে তাদের বিচার শেষ কারার জন্য সবাইকে আহবান করা হয় এবং বিদেশে যারা পলাতক থাদের দেশে নিয়ে বিচারের আওতায় আনবার জন্য সরকারের প্রতি আহবান করা হয়। প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন এবং তখন কার বাংলাদেশের সাধারন মানুষের দুর অবস্থার কথা ব্যাখা করেন, পাকিস্থানি শাষক গোষ্টি বাংলার সাধরন মানুষের উপর যে নিষ্টুর বর্বরতা চালায় তা তিনি উপস্থাপন করতে গিয়ে চোখের চলে সিক্ত হন, তাদের পৈষাশিক বর্বরতায় বাংলার হাজার হাজার তাজা প্রাণ অকাতরে দিতে হয়েছে রক্তে লাল হয়ে বাংলার সবুজ প্রান্তর, তিনি আর বলে বাংলাদেশ যদি বঙ্গবন্ধুর মত একজন নেতার জন্ম না হত হয়ত আমরা আজও পরাদিধ থাক তাম কৃত দাশ হয়ে, তিনি বলেন এখন বালাদেশ এগিয়ে যাচ্ছে আপনার আমার সবাইকে দেশ প্রেমে উদ্ধোদ্ব হয়ে নৌকায় ভোটদিয়ে আবার আ্ওয়ামীলীগকে খমতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী হিসেবে রাখতে হবে তবে দেশের এগিয়ে যাওয়ার গতি টিক থাকবে।
Leave a Reply