আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকেঃ-গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ হাউসের কনফারেন্স রুমে যুক্তরাজ্য ম্যানচেষ্টার শহরের অনামিকা সাংস্কৃতিক গোষ্ঠী কতৃক রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্টিত হয়ে গেল। ফেরদৌসী হক লিপি পরিচালনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মীর আবুল কাশেম, বাদল , ফেরদৌসী হক লিপি, মরিয়ম ইসলাম ,দেওয়ান সালমা রাজা, ফুরকানুর চৌধুরী সাগর, সহ আরও অনেকেই, কবিতা আবৃত্তির মধ্যদিয়ে উপস্থিত সকলকে মাথিয়ে রাখেন ডা.নজরুল ইসলাম। কবিতা গানে মধ্যদিয়ে এক মনমোগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। অনামিকার পৃষ্টপোষক মিস ফেরদৌসী হক লিপি সবার উদেশ্যে বলেন আগামীতে ম্যানচেষ্টারের সকল সাংকৃতি প্রিয় মানুষদের নিয়ে বড় আকারে এই ধরনের অনুষ্টানের আয়োজন করা হবে।