কুলাউড়া সংবাদদাতা:: মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা পরিষদে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারদের ভোটে সেরা অফিসার নির্বাচিত হন কুলাউড়ার ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান জগন্নাথপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। জগন্নাথপুরে অল্পদিন দায়িত্ব পালনকালে তিনি তথ্য প্রযুক্তিরব্যবহারসহ ঘুষ দুনীর্তির বিরুদ্ধে বিশেষ ভূমিকা রাখেন। তাকে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন মহলেল পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।