জগন্নাথপুর২৪ ডেস্ক:
রাজনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে উপজেলা চেয়ারম্যান ও বর্তমান ইউপি চেয়ারম্যানদের মাঝে অন্তর্কলহ চলছিল। এ অবস্থায় ৬ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে মুজিববর্ষ উপলক্ষে মিছিল করে। মিছিল-পরবর্তী পথসভায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে গরু চোর ও রাজাকারের পক্ষাবলম্বনের অভিযোগ আনা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতি নেয়। অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ বিক্ষোভ প্রতিহতের জন্য অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন। ওসি আবুল হাসিম জানান, বর্তামনে পরিস্থ্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।