শ্রীমঙ্গল, প্রতিনিধি : রাজস্ব প্রশাসনে অনন্য অবদানের জন্য জগন্নাথপুর উপজেলার সাবেক এসিল্যান্ড মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরস্কৃত ও সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের এসি ল্যান্ড বিশ্বজিত কুমার পাল। গতকাল রবিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অায়োজিত এক অনুষ্ঠানে শ্রীমঙ্গলের এসি ল্যান্ড বিশ্বজিত কুমার পালের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো.অাশরাফুল অালম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। পাবলিক সার্ভিস ডে উপলক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় প্রণীত নীতিমালা অনুযায়ী এই শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। প্রসঙ্গত: উদ্ভাবনী উদ্দ্যোগ ও পরিবর্তনের চেষ্টায় জনবান্ধব ভূমি ব্যবস্হাপনা সৃষ্টিতে এবং শ্রীমঙ্গল ভূমি অফিসকে ডিজিটালাইজড করনে গুরুত্তপূর্ন ভূমিকা রেখেছেন শ্রীমঙ্গলেরর এসি ল্যান্ড বিশ্বজিত কুমার পাল।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর