Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মোহাম্মদ ইউসুফ-ইউনিস খানকে ছুঁলেন বাবর-ইমাম

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সহজ কথায় বললে বলা যায়, বিগত কয়েক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে চলেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং বাঁহাতি ওপেনার ইমাম উল হকের জুটি। তাদের মধ্যকার টিমওয়ার্ক সত্যিই প্রশংসার দাবি রাখে।

একসঙ্গে অনেক রান করেছেন এই দুই ব্যাটার। বর্তমানে তারা পাকিস্তানের দুই কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ এবং ইউনিস খানের জুটির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। দুর্দান্ত ব্যাটারের এই জুটি পূর্বসূরীদের পার্টনারশিপের রেকর্ড স্পর্শ করেছেন বুধবার।

ক্রিকেট পাকিস্তান-এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন এই কৃতিত্ব অর্জন করেছেন দুই তরুণ তুর্কি। এদিন ইনিংসের শুরুতে ফর্মে থাকা ফখর জামানকে হারানোর পর ১০৮ রানের পার্টনারশিপ গড়েন বাবর ও ইমাম।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে বাবর ও ইমাম ওয়ানডেতে ৯টি শত রানের পার্টনারশিপ সম্পন্ন করেছেন। এর আগে যা করেছিলেন ইউসুফ এবং ইউনিস খান। বুধবার সেই রেকর্ডে ভাগ বসালেন দুই তরুণ ব্যাটার।

অপরদিকে ইনজামাম উল হকের সঙ্গে শত রানের জুটির তালিকার তৃতীয় স্থানেও রয়েছেন ইউসুফ। এই জুটি ওয়ানডে ক্রিকেটে ৮টি ১০০ রানের জুটি গড়েছে।

Exit mobile version