স্টাফ রিপোর্টার:: নোয়াখালীতে দুই বোনকে ১১ জন মিলে পালাক্রমে ধর্ষণের অভিযোগে একজনের কথিত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার সুধারাম উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রেফতার সুমন রামকৃষ্ণপুর গ্রামের মৃত তোফায়েলের ছেলে। বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুই বোনকে গণধর্ষণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোরাপুর গ্রামে এ ঘটনার পর রাতেই সুমকে আটক করা হয়।
তবে তার সহযোগীদের এখানো ধরা যায়নি বলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার সকালে দুই বোনের মধ্যে বড়জন তার ‘প্রেমিক’ সুমনসহ ওই ১১ জনের বিরুদ্ধে সুধারাম থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
বাকি আসামিরা হলেন- একই গ্রামের সুজন, জাবেদ, রনি, লুতু, মামুন, শাকিল, রাশেদ, আকবর, রিয়াজ ও হেলাল।
ওসি আনোয়ার বলেন, সুমনের সঙ্গে মোবাইলফোনে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বেড়ানোর কথা বলে দুই বোনকে ডেকে নেয় সুমন। পরে তাদের একটি ধানক্ষেতে নিয়ে ১০ সহযোগীর সঙ্গে মিলে ধর্ষণ করে।
–