স্টাফ রির্পোটার :: বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতাকারী ৭ বাম নেতা আটক করেছে পুলিশ। শনিবার বিকেল শাহবাগ পুলিশ তাদেরকে আটক করে।
আটকেরা হলো- বাসদ নগর কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ঢাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেত্রী তমা রায়, বদরুন্নেসা কলেজের সায়মা, জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা আহমদ মহিউদ্দীন ও দীপা, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জাফর আহমেদ ও জাকির সুমন।
শাহবাগ থানার ওসি জানান, মোদিবিরোধী কর্মসূচীতে অংশ নিতে তারা জাতীয় প্রেসক্লাবের দিকে আসছিলেন। ওই সময় তাদের আটক করা হয়।
উল্লেখ্য, তিস্তা নদীসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, রামপালের বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ বিভিন্ন দাবিতে শনিবার বিকেলে পৃথক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সাতটি বাম দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চা এবং জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট ও জাতীয় গণতান্ত্রিক গণমোর্চা।