স্টাফ রিপোর্টার:: মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে স্লুইসগেটের সাধে ধাক্কা লেগে সুহেল মিয়া (১৭) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়,জগন্নাথপুর পৌর এলাকার আলখানাপাড়ের বাসিন্দা ফজর উদ্দিনের ছেলে সুহেল মিয়া আলখানাপাড়ের বাসিন্দা শরিফ মিয়া মহাজনের ছেলেকে নিয়ে গতরাত ১২ টার দিকে মোটার সাইকেল চালানো শিখতে যায়। আলখানাপাড় এলাকার পাগলা-জগন্নাথপুর সড়কে মোটর সাইকেল চালানোকালে স্লুইসগেটের সাথে প্রচন্ডবেগে ধাক্কালেগে মারাত্বক আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত তরুণের পিতা ফজর উদ্দিন এলাকাবাসীকে নিয়ে তার কোন অভিযোগ নেই উল্লেখ করে লাশটি নিয়ে গেছেন।
Leave a Reply