বেডফোর্ড হইতে সায়েকুল হক সায়েক- জগন্নাথপুর উপজেলার প্রবাসী অধ্যুষিত ঐতিহ্যবাহী ঘোষগাঁও গ্রামের শতবছরের পুরোনু মসজিদ ভেঙ্গে তাহার স্থলে এক কোটি দশ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করে মোঘল আমলের নমুনায় নির্মাণাধীন নতুন ২তলা মসজিদের প্রায় ৮০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে , বাকী অসমাপ্ত কাজ সমাপ্ত করা , জনগনের কাছে বকেয়া চাঁদা উত্তোলন সহ গ্রামের উন্নয়নের লক্ষে গ্রামবাসীর উদ্যোগে বেডফোর্ডের ১০ গ্রাফটন রোডে এক সভা অনুষঠিত হয় ।
গ্রামের প্রবীন মুরব্বী আলহাজ আব্দুল মতলিবের সভাপতিতে ও মোঃ সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষঠিত মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ,কমিউনিটি নেতা আলহাজ মহিবুল হোসেন ( মধু মিয়া ) কমিউনিটি নেতা দীনূল ইসলাম কাজল , আলহাজ আব্দুল মালিক, আলহাজ তৌফিক আলী মিনার, মোঃ আমিরুল ইসলাম, মোঃ সায়েকুল হক সায়েক, শাহীনুল ইসলাম শাহীন, আব্দুল কাদির আখলিছ , মোঃ সুহেল মিয়া, মোঃ খালিছ মিয়া, মোঃ এলাইছ মিয়া ও মোঃ ফরাস মিয়া প্রমুখ । সভায় সর্ব সম্মতিকমে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার সিদ্দান্ত হয় এবং এপ্রিলের ৩০ তারিখের মধ্যে ২৫ লক্ষ টাকা উত্তোলন করে মসজিদের কাজ সমাপ্ত করার অভিমত ব্যক্ত করেন উপস্থিত জনগন , সভায় গ্রামের উন্নয়নের লক্ষে সবাইকে ঐক্যবদ্দ হয়ে এগিয়ে আসার আহবান জানান উপস্থিত গ্রামবাসী । পরে গ্রাম , দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয় ।
মোঘল আমলের নমূনায় নির্মাণ হচেছ ঘোষগাঁও জামে মসজিদ
