জগন্নাথপুর২৪ ডেস্ক::
ব্রিটেনের একটি বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অসামান্য ফলাফল করেছে মল্লিক আকিকা নূছরাত।
ম্যাচের বয়স যখন ১০ মিনিট, তখন মেসি মেসি মেসি রবে মুখর হলো বার্সার মাঠ। যদিও মাঠ দূরের কথা, মেসির অবস্থান তখন স্পেনেও ছিল না। আগের দিনই প্যারিসে নিজের নতুন ক্লাব পিএসজির খেলা উপভোগ করেছেন মেসি।
কিন্তু দর্শকরা কিছুতেই মেসিকে এখনই ভুলতে চান না। পুরো খেলায় স্টেডিয়ামজুড়ে মেসিবন্দনা ছিল।
এদিকে মেসিকে ভুলে নতুন এক শুরুর ডাক দিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান।
আর কোম্যানের সে ডাকে যেন অন্তত প্রথম ম্যাচে দারুণভাবে সাড়া দিলেন তার শিষ্যরা।
লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের জালে এক হালি গোল পূরণ করেছে বার্সেলোনা। অবশ্য দুটি হজমও করেছে।
মেসিবিহীন উড়ন্ত বার্সাকে সরাসরি দেখেছেন কয়েক হাজার দর্শক।
রোববার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি সে খেলা হয়তো টিভিসেটের সামনে বসেই দেখেছেন প্রিয় দলের খেলা।
Leave a Reply