জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগার শিরোপায় এক হাত দেয়ার লক্ষ্যেই বার্সেলোনাকে আতিথ্য দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তাদের সেই আশায় জল ঢেলে দিলেন লিওনেল মেসি। জোড়া গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানের দারুণ জয় এনে দেন আর্জেন্টাইন সুপারস্টার। এরই মধ্য দিয়ে কাতালান ক্লাবটির হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।
রিয়ালকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেয় বার্সেলোনা। দুই দলের পয়েন্ট সমান হলেও এক ম্যাচ কম খেলেছে রিয়াল। মুখোমুখি সাক্ষাতের ফলাফলে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে মেসির দল। বার্সার হয়ে মেসির ৫০০ গোলের খুঁটিনাটি তথ্য জেনে নেয়া যাক-
কোন প্রতিযোগিতায় কত গোল:
স্প্যানিশ লা লিগা: ৩৪৩
চ্যাম্পিয়ন্স লিগ: ৯৪
স্প্যানিশ সুপার কাপ: ১২
কোপা ডেল রে: ৪৩
উয়েফা সুপার কাপ: ০৩
ফিফা ক্লাব বিশ্বকাপ: ০৫
প্রিয় প্রতিপক্ষ:
সেভিয়া: ২৯ গোল
অ্যাটলেটিকো মাদ্রিদ: ২৭
ভ্যালেন্সিয়া: ২৪
রিয়াল মাদ্রিদ: ২৩
অ্যাথলেটিক বিলবাও: ২২
কোন সময় কত গোল:
১-১৫ মিনিট: ৫২ গোল
১৬-৩০ মিনিট: ৮০ গোল
৩১-৪৫ মিনিট: ৯০ গোল
৪৬-৬০ মিনিট: ৮১ গোল
৬১-৭৫ মিনিট: ৭৬ গোল
৭৬-৯০ মিনিট: ১২০ গোল
৯১-১০৫ মিনিট: ০
১০৬-১২০ মিনিট: ০১
মৌসুমভিত্তিক মেসির গোল:
২০০৪-০৫: ০১
২০০৫-০৬: ০৮
২০০৬-০৭: ১৭
২০০৭-০৮: ১৬
২০০৮-০৯: ৩৮
২০০৯-১০: ৪৭
২০১০-১১: ৫৩
২০১১-১২: ৭৩
২০১২-১৩: ৬০
২০১৩-১৪: ৪১
২০১৪-১৫: ৫৮
২০১৫-১৬: ৪১
২০১৬-১৭: ৪৭
মেসির হ্যাটট্রিক: বার্সেলোনার হয়ে মেসি ৩৬টি হ্যাটট্রিক করেন। এরমধ্যে স্প্যানিশ লা লিগায় করেন ২৫টি।
এক মৌসুমে সর্বোচ্চ গোল/ সর্বোচ্চ হ্যাটট্রিক: ২০১১-১২ মৌসুমে ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করেন মেসি। বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৬০ ম্যাচ খেলে ৭৩ গোল করেন কিং লিও। স্প্যানিশ লা লিগায় ৫০ গোল করার পথে ৮টি হ্যাটট্রিক করেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল করার পথে করেন আরো দুটি হ্যাটট্রিক।
এক ম্যাচে ৪ গোল: ক্যারিয়ারে এখন পর্যন্ত চারবার প্রতিপক্ষের বিপক্ষে ৪ গোল করার কীর্তি গড়েন মেসি। ২০১০ সালের এপ্রিলে আর্সেনালের বিপক্ষে, ২০১২ সালে ভ্যালেন্সিয়া ও এসপানিওলের বিপক্ষে এবং ২০১৩ সালে ওসাসুনার বিপক্ষে চার গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।
এক ম্যাচে ৫ গোল: ক্যারিয়ারে মাত্র একবার এক ম্যাচে ৫ গোল করার অনন্য রেকর্ড গড়েন মেসি। ২০১২ সালের মার্চে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে এক ম্যাচেই করেছিলেন ৫ গোল। ম্যাচটিতে ৭-১ গোলের বড় জয় পায় কাতালানরা। -তথ্যসূত্র: ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান ও ইএসপিএন
– See more at: http://bangla.samakal.net/2017/04/24/287688#sthash.mItrY1gs.dpuf