cস্পোর্টস ডেস্ক:; আন্তর্জাতিক ফুটবল থেকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির অবসর কেউ মেনে নিতে পারছেন না। সবাই মেসিকে আবারও ফুটবলে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন।
আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার দিয়াগো ম্যারাডোনাও মেসিকে অবসর সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
এবার মেসিকে ফোন করলেন দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। মেসিকে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মেসিকে সমালোচনায় কান দিয়ে জাতীয় দলের সঙ্গেই থেকে যেতে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট। জাতীয় দলের পারফরম্যান্সে তিনি গর্বিত বলেও জানিয়েছেন।
শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারের পর আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি অবসরের ঘোষণা দেন।
২৯ বছর বয়সী অধিনায়ক মেসি টাইব্রেকারের প্রথম শটই বারের উপর দিয়ে মারেন। এর প্রভাবে পরে বিগলিয়াও বল জালে জড়াতে ব্যর্থ হন।
এ নিয়ে গত বিশ্বকাপ, এরপর কোপা আমেরিকার গত আসরসহ টানা তিনটি ফাইনালে তুলেও দলকে শিরোপা দিতে ব্যর্থ হলেন মেসি।
এরপর মাঠেই মেসি কান্নায় ভেঙে পড়েন। আকস্মিকভাবে তিনি অবসরের ঘোষণা দিয়ে বলেন, ‘আমার জন্য জাতীয় দল আর নয়। আমি যা পারি, মনে হয় করে ফেলেছি। চ্যাম্পিয়ন হতে না পারা আমার জন্য কষ্টের।’
মেসি বলেন, ‘সামর্থ্যের পুরোটা দিয়ে আমি চেষ্টা করেছি। কিন্তু আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারিনি। কোপার শিরোপাটা না পাওয়া সত্যিই আমার হৃদয় ভেঙে দিয়েছে। সম্ভবত এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’
logo