জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মনাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ।
এক শোক বার্তায় সৈয়দ ফারুক বলেন, মেয়র আব্দুল মনাফের মৃত্যুতে জগন্নাথপুর বাসী তথা আওয়ামী পরিবারের যে ক্ষতি হলো তা কখনোই পূরণ হবার নয়।আমরা প্রবাসে দীর্ঘদিন এক সাথে ছিলাম। দেশ, মাঠি এবং দলের টানে প্রবাসের বিলাসবহুল জীবন রেখে জনগণের জন্য কাজ করতেই তিনি জগন্নাথপুরের মানুষের কাছে ছুটে এসেছিলেন।পৌরবাসী তাঁকে আপন করে নিয়ে দুই দুই বার বিপূল ভোটে মেয়র নির্বাচিত করেছিলেন।
তিনি মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply