1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মেক্সিকো সীমান্ত জুড়ে সোলার প্যানেলের দেয়াল! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

মেক্সিকো সীমান্ত জুড়ে সোলার প্যানেলের দেয়াল!

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৩৩৪ Time View

জগন্নাখপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেশ কিছুদিন হয়ে গেলেও মেক্সিকো সীমান্তে দেয়াল অর্থাৎ মেক্সিকো ওয়াল তৈরির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ এখনো নিতে পারেননি।

তবে বাস্তবে হোক আর না হোক, ট্রাম্পের কল্পনায় বা চিন্তায় দেয়ালটি আছে শক্ত ভিতের ওপরই।

আইওয়াতে এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় এবার আর শুধু দেয়াল নির্মাণ নয়, আরো এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেছেন সেই দেয়ালের ওপর থাকবে সোলার প্যানেল।

তার মতে, এই সোলার প্যানেল থেকে পাওয়া সৌর বিদ্যুৎ দামে যেমন সস্তা হবে তেমনি দেয়াল নির্মাণের খরচ যোগাতে সহায়তা করবে।

নিজের এই পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “দারুণ সুন্দর কল্পনা, তাই না? ভালো..এটি আমার আইডিয়া।”

এদিকে বহুল আলোচিত সেই দেয়াল নির্মাণের জন্য কিছু কোম্পানি ইতোমধ্যেই নকশা জমা দিয়েছে যাতে সোলার প্যানেলও অন্তর্ভুক্ত আছে।

এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প অবৈধ অভিবাসীর আগমন আর মাদক পাচার ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলেছিলেন।

তিনি সেই দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকোকে দিতে হবে বললেও তা প্রত্যাখ্যান করেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

বুধবার আইওয়ায় উল্লসিত সমর্থকদের সামনে ট্রাম্প আবারো বলেন যে তারা এমন কিছু চিন্তা করছি যা হতে অনন্য ধারণা।

“আমরা ভাবছি দেয়ালটা হবে একই সাথে একটি সৌর প্যানেলের দেয়াল। এতে বিদ্যুৎ পাওয়া যাবে এবং খরচও উঠে আসবে। আর এভাবেই মেক্সিকোর ব্যয়ের পরিমাণ কমে আসবে। এবং এটাই ভালো..তাই না?”

অর্থাৎ যে কোন প্রকারে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোর কাছ থেকে আদায়ের চিন্তা ট্রাম্পের মাথা থেকে বিদায় নেয়নি।

জানা গেছে, হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসে আহবানে ইতোমধ্যেই দুইশ’র মতো কোম্পানি দেয়াল নির্মাণের কাজ পেতে প্রস্তাবনা জমা দিয়েছে।

এর মধ্যে একটি কোম্পানি সিমেন্ট, স্টিল ও সোলার প্যানেলের সমন্বয়ে ওই দেয়াল তৈরির প্রস্তাব দিয়েছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com