জগন্নাথপুর২৪ ডেস্ক::ইংল্যান্ডের বাসিন্দা মেগান ব্যাট্টি নামে এক নারী গত কয়েকদিন আগে অদ্ভুত এক দাবি করেছেন।
তিনি জানান, তার চার বছরের ছেলে চার্লি মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারে। পাশাপাশি পুনর্জন্ম নিয়েও দিব্যি বলে দিতে পারে ছোট এই খুদে।
মেগান জানান, কয়েক দিন আগে চার্লির স্কুল থেকে একটি ফোন আসে। ফোনে চার্লির শিক্ষক জানতে চান, চার্লির বাবার কী হয়েছে। প্রশ্নে হতচকিত হয়ে মেগান জানান তিনি সুস্থই রয়েছেন।
কিন্তু শিক্ষক জানান, চার্লি স্কুলে বলছে যে, তার বাবা পানিতে ডুবে মারা গিয়েছেন। চার্লি মাঝেমধ্যেই বলে থাকে তার বাবা আগের জন্মে পানিতে ডুবে মারা গিয়েছেন।
ওই প্রতিবেদন অনুযায়ী, মেগান বিশ্বাস করেন, তার ছেলের অলৌকিক এক শক্তি রয়েছে। যার মাধ্যমে মৃত ব্যক্তিদের সংস্পর্শে আসতে পারে চার্লি। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় মেগান।
এই বিষয়টি খতিয়ে দেখছেন প্যারানর্মাল বিশেষজ্ঞ জুলি ককর্যাফ্ট। ৪ বছরের ছোট বাচ্চা এত কিছু করছে ব্যাপারটি সত্যিই অদ্ভুত বলে জানান জুলি।
সুত্র যুগান্তর
Leave a Reply