Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৃত্যু শুন্য দিনে করোনা শনাক্ত ১২১ জন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

একদিনের ব্যবধানে দেশে করোনার শনাক্ত ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১২১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১১৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১২৩৪ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯১ জন এবং নারী ১০ হাজার ৫২৬ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৮৭ জন।  গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

 

Exit mobile version