রাকিল হোসেন : হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন,মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। তাদের আত্বত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট বাংলাদেশ। তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম ছিলেন,সাদা মনের একজন মানুষ। তিনি আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সে দিন যদি তারা মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ না করতেন,তাহলে আজ আমরা নিজ নিজ অবস্থানে দাড়িয়ে কথা বলতে পারতামনা। তিনি বিকেলে নবীগঞ্জ উপজেলার চৈতনপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম ফাউন্ডেশন এর আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্টানে সভাপত্বি করেন,ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুক্তযোদ্ধা মরহুম নজরুল ইসলামের পুত্র ডা: নিজামুল ইসলাম চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা সুধাংশু দত্ত,ছানু মিয়া,জুয়েল আহমদ,আব্দুন নুর প্রমূখ। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরুস্কার বিতরন করেন।