Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মুসলিম নির্যাতনের প্রতিবাদে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউয়ের

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের কারণে চীনের বেশ কিছু কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করতে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। ইউরোপিয়ান ইউনিয়নের একজন কূটনীতিক বলেছেন, তিয়েনানমেন স্কয়ারে দমনপীড়নের পর ১৯৮৯ সালে চীনের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর এই প্রথম বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, চীনের চারজন কর্মকর্তা ও অন্য একজনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের সিদ্ধান্ত অনুমোদন করেছেন মন্ত্রীরা। পঞ্চম ব্যক্তির নাম সোমবার দিনশেষে প্রকাশ করার কথা রয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনীত প্রস্তাব গত সপ্তাহেই অনুমোদন করেছিলেন ইইউয়ের দূতরা।

Exit mobile version