Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মুসলিমদের ঐক্যবদ্ধ জীবন যাপনের নির্দেশনা

মুসলিম সমাজ আজ অনৈক্য, বিভেদ-বিসংবাদ ও কলহে জর্জরিত। ব্যক্তি হিসেবে মুসলমানরা নানা মত ও পথে বিভক্তই নয়, বরং মুসলিম রাষ্ট্রগুলোও একে অপরের সঙ্গে ঝগড়া-কলহ ও বিরোধে লিপ্ত। ফলে সারা বিশ্বে মুসলমানরা এখন নিপীড়িত-নির্যাতিত। এ জন্য দুনিয়ার নানা জনপদে অবিরাম ঝরছে মুসলমানদের রক্ত।
অথচ মুসলমানদের পারস্পরিক ঐক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, বিভাজন সৃষ্টি করা এবং ঝগড়া-কলহে লিপ্ত হওয়া ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ বলে উল্লেখ করা হয়েছে। মুসলমানদের ঐক্য ও সম্প্রীতির ভিত্তি হলো আল্লাহ ও রাসুল (সা.)-এর পথনির্দেশ। মহান আল্লাহ মুসলিম ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, ‘তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়ো না।

আর তোমরা তোমাদের ওপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে।’ (সুরা : আলে-ইমরান, আয়াত : ১০৩)
মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ ও মতপার্থক্য থাকা স্বাভাবিক।

তবে এই বিবাদ ও মতভেদ ভুলে গিয়ে আপস-মীমাংসা করার তাগিদ দিয়ে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস-মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে।’ (সুরা : আল-হুজুরাত, আয়াত : ১০)
এ কথা নিংসন্দেহে বলা যায়, মুসলিম ঐক্যের প্রথম সূত্র হলো ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’। এ প্রসঙ্গে মহানবী (সা.) বলেন, ‘যে বলবে লা-ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে।

’ (সহিহ বুখারি, হাদিস : ৪২)
মুসলিম বা মুমিনের পরিচয় দিতে গিয়ে মহানবী (সা.) আরো বলেন, ‘যারা আমাদের নামাজ মানে, আমাদের কিবলা মানে এবং আমাদের জবাই করা হালাল জন্তু হালাল মনে করে, তারা মুসলিম। তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসুল (সা.) জিম্মাদার। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারির খিয়ানত কোরো না (তাদের অমুসলিম বলো না)। (সহিহ বুখারি, হাদিস : ৩৮৪-৩৮৫)

একজন মুসলিম বা ঈমানদারের পরিচয় হচ্ছে সে হবে আল্লাহর অনুগত, রাসুল (সা.)-এর প্রতি আস্থাশীল। সে অবশ্যই সব বিষয়ে আল্লাহর নির্দেশনা এবং রাসুল (সা)-এর পথনির্দেশের বাইরে যাবে না। সে ঐক্যবদ্ধ জীবন যাপন করবে। সর্বপ্রকার বিভক্তি ও বিভাজন থেকে মুক্ত থাকবে। আর এটাই হবে তার জন্য মুক্তির পথ। রাসুল (সা.) বলেন, ‘সম্মিলিত ঐক্যবদ্ধ দলের ওপর আল্লাহর অনুগ্রহ ও সাহায্যের হাত আছে। আর যারা বিভক্ত ও বিচ্ছিন্ন হবে, তারা জাহান্নামে যাবে।’ (তিরমিজি, হাদিস : ২১৬৭)

মুসলমানদের পরিচয় সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ (সা.) পারস্পরিক ঐক্য, সহানুভূতি ও সহমর্মিতার কথা বলেছেন। তিনি মুসলমানদের একটি দেহ, একটি প্রাণ বলে উল্লেখ করেছেন। মহানবী (সা) বলেন, ‘বিশ্বাসী মুমিনরা সম্প্রীতি, করুণা ও দয়ার্দ্রতায় এক দেহ এক প্রাণ। যেমন—শরীরের একটি অঙ্গে আঘাত পেলে সারা অঙ্গে ব্যথা অনুভব করে, যন্ত্রণায় নির্ঘুম রাত কাটায় ও জ্বরে ঘর্মাক্ত হয়।’ (সহিহ বুখারি)

মুসলমানদের মধ্যকার সুসম্পর্ক ও অটুট ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে মহানবী (সা.) বলেন, ‘প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার হাত ও জবান দ্বারা অন্য মুসলমান শান্তি ও নিরাপত্তা লাভ করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৯)

মুসলমানদের মধ্যে কোনো মতভেদ তৈরি হলে তা মিটিয়ে ফেলে সঠিক পথে ফিরে আসার কোনো বিকল্প নেই। অনৈক্য ও মতপার্থক্য বহাল রেখে এক মুহূর্তও থাকার কোনো সুযোগ ইসলামে নেই। এ বিষয়ে আল্লাহ বলেন, ‘আর তোমরা তাদের মতো হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আজাব।’ (সুরা : আলে-ইমরান, আয়াত : ১০৫)

মুসলমানদের মনে রাখতে হবে, সব মুসলমান একই জাতি। আমাদের আল্লাহ এক, নবী এক, কিতাব এক। আমরা একই আদি পিতা ও আদি মাতার সন্তান-সন্ততি। আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১০)

এর অর্থ ভাই ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকবে। তার মধ্যে কোনো বিরোধ বা অনৈক্য থাকবে না। আর দুনিয়ার সব মুসলিম যে এক জাতি সে সম্পর্কে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ‘এই যে তোমাদের জাতি, এ তো একই জাতি আর আমি তোমাদের পালনকর্তা। অতএব, তোমরা (ঐক্যবদ্ধভাবে) আমারই ইবাদত করো।’ (সুরা : হুজুরাত, আয়াত : ৯২)

মুসলিম জাতি বা মুসলিম সমাজ ও ব্যক্তি অনৈক্য, বিভেদ ও হানাহানিতে লিপ্ত—এর অনেক কারণ রয়েছে। এসব বিষয়ের মধ্যে আছে পরস্পরকে তুচ্ছ জ্ঞান করা, বিদ্রুপ করা, খারাপ নাম বা উপাধিতে ডাকা, খারাপ ধরণা করা, পরনিন্দা, চোগলখুরি, গিবত, অপবাদ. গোয়েন্দাগিরি করাসহ অনেক মন্দ কাজ ও স্বভাব। অথচ এসব কাজ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আমাদের সতর্ক হতে হবে যে ঐক্যবদ্ধভাবে বসবাস বা মিলেমিশে না থাকার পরিণাম কিন্তু ভয়ানক। এর ফলে মুসলমানরা কেবল গুনাহের কাজই করবে না, তারা বহিঃশত্রুর সামনে দুর্বল হয়ে পড়বে এবং তাদের প্রভাব-প্রতিপত্তি ও সুনামও নষ্ট হবে। এ কথাই আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া কোরো না, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা : আনফাল, আয়াত : ৪৬)

তাই আমাদের সবার দায়িত্ব হচ্ছে ঐক্য ও সংহতির প্রতি খেয়াল রাখা এবং আখিরাতের মুক্তির বিষয়ে সতর্ক থাকা। আল্লাহর পছন্দশীল ব্যক্তি হওয়ার নিয়ামত আমরা তখনই লাভ করব, যদি ধৈর্যের সঙ্গে চলে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে জীবনকে পরিচালনা করতে পারব। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আখিরাতে মুক্তির জন্য এবং দুনিয়ায় সফলতার জন্য চাই পারস্পরিক ঐক্য ও সংহতি। এ জন্য আল্লাহর ঘোষণা হচ্ছে, ‘আল্লাহ ওই সব লোককে ভালোবাসেন, যারা তাঁর রাস্তায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সিসাঢালা প্রাচীর।’ (সুরা : সফ, আয়াত : ৪)

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য সব ভেদাভেদ, বিভেদ-বিভাজন ভুলে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমাদের শান্তি ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার জন্য কবুল করুন।

সৌজন্যে কালের কণ্ঠ

Exit mobile version