Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মুসলিমদের অনুভূতি বুঝতে পারছি: ম্যাক্রোঁ

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে এবার সুর নরম করেছেন তিনি। ম্যাক্রোঁ বলেছেন, মহানবী (সা.)-কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশে মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, সেটি তিনি বুঝতে পারছেন।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি। শনিবার আল জাজিরা আরবি ভার্সনে সাক্ষাৎকারটি প্রকাশ করে।
বৃহস্পতিবার নিসে একটি গির্জায় ছুরি হামলার পরে তিনি সাক্ষাৎকারে তার অনুভূতির কথা জানালেন। এক মাসেরও বেশি সময়ের মধ্যে ফ্রান্সে এটি তৃতীয় সন্দেহভাজন ইসলামপন্থী হামলা।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনো সরকারি উদ্যোগ ছিল না। এটি ছিল একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ। পত্রিকাগুলো সরকারের অনুগত নয়।

তিনি বলেন, কার্টুন এঁকে রাসুল (সা.)-এর অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, তা আমি বুঝতে পারি। তাদের অনুভূতিকে আমি শ্রদ্ধা করি। তবে এই মুহূর্তে আমার ভূমিকা কী, সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে।

ম্যাক্রোঁ বলেন, এখন দুইটি জিনিস করতে হবে। শান্তি প্রচার করা এবং এই অধিকারগুলো রক্ষা করা। আমি সব সময় আমার দেশে কথা বলার, লেখার, চিন্তাভাবনা করার ও ছবি আঁকার স্বাধীনতা রক্ষা করবো।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার সরকার ব্যঙ্গচিত্র আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিল। তবে তার কথাগুলো বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ মনে করেছে, তিনিও এসব কর্মকাণ্ড সমর্থন করেন।

তিনি বলেন, আজ বিশ্বে এমন কিছু লোক আছে যারা ইসলামকে বিকৃত করছে। কিছু চরমপন্থী ব্যক্তি ও সংগঠন ইসলামের নামে সহিংসতা ছড়াচ্ছে।

উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

সৌজন্যে সমকাল

Exit mobile version