Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মুর্শিদের বাড়ী যাওয়া হলো না জগন্নাথপুরের ফরিদা ও তার ছেলে মতিউরের

স্টাফ রিপোর্টার::
মুর্শিদের বাড়ী যাওয়া হলো না সুনামগঞ্জের জগন্নাথপুরের ফরিদা বেগম  (৪৫) ও তার ছেলে মতিউর রহমানের (২২)।
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ বাহুবল দৌলতপুর এলাকা সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।
আজ সোমবার সকালে জানাজা নামাজ শেষে তাদেরকে দাফন করা হয়েছে।
নিহতের স্বজন ও এলাকাবাসি জানান, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম ও তার ছেলে মতিউর রহমান গতকাল রোববার বিকেলে তাঁদের মুর্শিদ পীর মহিউদ্দিনের বাহুবল দিমুরা দরবার শরীফে রওয়ানা হয়েছিলেন। একটি অটোরিকশাযোগে মা ও ছেলেসহ ৫ জনযাত্রী দরবার শরীফ যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবল দৌলতপুর সেতুর নিটকবর্তী পৌছাঁমাত্র পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের গাড়িকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদা বেগম ও ছেলে মতিউর ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় অপর আহত তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, মুর্শিদের বাড়ী যাওয়ার পথেই মারা মা ছেলে দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার সকাল ৯টায় গ্রামের মাঠে তাদের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version