স্টাফ রিপোর্টার :: আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন না করে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব। মুজিব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের মাধ্যমে উপজেলা নির্বাচনী তফসিল ঘোষনার পর ভাইস চেয়ারম্যান পদে সম্ভব্য প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে তাঁর পক্ষে সাড়া দেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমরা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। তাই বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই। তাই নির্বাচন থেকে সরে গিয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে সমর্থন জানাই। পাশাপাশি মুজিব আর্দশের সকল সৈনিকদের নৌকার পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানাই। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তৃনমুলের মতামতে আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রস্তাবে যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুজিব,সাবেক ছাত্রনেতা লিটন তালুকদার ও আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেবের নাম কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বিজন কুমার দেবকে দলীয় প্রার্থী মনোনীত করে।