জগন্নাথপুর২৪ ডেস্ক::
আলোচনা-সমালোচনার মুখে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাইয়ের পর মুক্তিযোদ্ধার সন্তান প্রমাণিত হলেই কেবল তারা ভর্তি হতে পারবেন।
সোমবার সচিবালয়ে এক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে স্বাস্থ্য শিক্ষার সচিব ডা. মো. সারোয়ার বারী,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ সাইফুল ইসলাম, নাগরিক কমিটির স্বাস্থ্য সম্পাদক ডা. আব্দুল আহাদ, ডা. মিনহাজুল আবেদীন, ডা. আব্দুল্লাহ জামিল তিহান, ডা. হুমায়ুন কবীর হিমু, সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে ডা. রিফাত মাহবুব, মোজাহিদুল ইসলাম, তৌফিকুজ্জামান ইমন, আব্দুল্লাহ আল নোমান, কালাম তালুকদার, ইমরান খান ফাহিম, ডা. তারেক কামাল উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া একজন চিকিৎসক আমার দেশকে বলেন, ‘শুধুমাত্র মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ের জন্য কোটা থাকবে, নাতি-নাতনিদের জন্য নয়। আগামী ২৯ জানুয়ারির মধ্যে ১৯৩ জনের সনদপত্র যাচাই-বাছাই করার সিদ্ধান্ত হয়েছে। কারও মিথ্যা তথ্য পাওয়া যায় তিনি ভর্তি হতে পারবেন না। খালি আসনে মেধার মাধ্যমে পূরণ করা হবে।’
এদিকে সোমবার রাজধানীর আরেক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো পরবর্তী প্রজেন্মর (নাতি-নাতনি) বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। এটি সরকারের সিদ্ধান্ত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।’
তিনি বলেন, ‘কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের মধ্যে খুবই কম পাওয়া যাবে, যারা মুক্তিযোদ্ধার সন্তান। কাজেই কোনো ত্রুটি আছে কিনা পুনরায় খতিয়ে দেখা হবে। সেখানে মুক্তিযোদ্ধার সন্তান না থাকলে মেধাক্রমে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।’
সুত্র আমার দেশ