জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, আগামী জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধারা ১০ হাজার টাকা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক গণপরিষদ সদস্য সুবিদ আলী টিপু, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন উর রশীদ, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
খালেদা জিয়াকে জামায়াতের অঘোষিত আমির হিসেবে আখ্যায়িত করে মোজাম্মেল হক বলেন, পাকিস্তানি এজেন্ট বিএনপি-জামায়াতের সিদ্ধান্ত বাস্তবায়নে তারা বিগত সময়ে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। বঙ্গবন্ধু হত্যা বিচারের মতো এদেরও বিচারের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।