জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
মিয়ানমারে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ ইতিমধ্যে নিহত হয়ে থাকতে পারে। জাতিসংঘের সিনিয়র এক প্রতিনিধি শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেছেন। নিহতদের বেশিরভাগই সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম। মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ের ইয়াংঘি লি নিহতের যে সংখ্যা বলেছেন তার দেশটির সরকারি হিসাবের দ্বিগুনেরও বেশি। মি. লি দেশটির নেতা অং সান সু চি কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ কর্মকর্তা লি বলেন, গত দু’সপ্তাহেই ২ লাখ ৭০ হাজার বেসামরিক রোহিঙ্গা বাংলাদেশে পারিয়েছে। এতে করে শরণার্থী ক্যাম্পগুলোতে তিল ধারণের ঠাই নেই। অনেকে রাখাইন থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলছে, ২৫শে মার্চ রোহিঙ্গা মিলিট্যান্টদের সমন্বিত সিরিজ হামলার জবাবে সামরিক অভিযানে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। ওই হামলায় নিহত হয়েছিল ১২ পুলিশ।
সেই থেকে এ’পর্যন্ত নিহতের সংখ্যা প্রসঙ্গে ইয়াংঘি লি বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং সহিংসতা ছড়িয়ে পড়ার অতীত ধরণের ওপর ভিত্তি করে সম্ভবত আনুমানিক এক হাজার বা তারো বেশি মানুষ ইতিমধ্যে মারা গেছেন।
নিহতদের মধ্যে উভয় পক্ষের মানুষ থাকতে পারে তবে, বেশিরভাগই রোহিঙ্গা জনসাধারণ।
Leave a Reply