স্টাফ রিপোর্টার:: ৫০ বছর ধরে রাজনীতি করছেন দাবি করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘আমি ৫০ বছর ধরে রাজনীতি করছি। এখনও সংসদে জনগণের প্রতিনিধি হতে পারিনি।’
মঙ্গলবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এমন কথা বলেন। তবে এসময় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত ছিলেন না।
তিনি আরোও বলেন, ‘সিলেট মাটি থেকে ছাত্ররাজনীতি শুরু করেছি। জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্বরণ করেছি এই আলিয়ার মাঠে। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার শুরু হয়েছিল এই সিলেটের মাটি থেকেই । আগামীতে তাকে সিলেটের সকল আসন উপহার দিতে হবে।’