জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনোভাইরাস (কভিড-১৯) মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার বাসার সদস্যরা।
আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করা হলে তিনিসহ বাসার সবার করোনা নেগেটিভ রেজাল্ট আসে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর উত্তরার বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবি, কাজের লোকসহ সবাই করোনা আক্রান্ত হয়েছেন।
এর আগে ১১ জানুয়ারি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি মহাসচিব ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে।
Leave a Reply