দীর্ঘ ১৬ বছর পর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। বিএনপির এক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেননি।
দলীয় সুত্র জানায়, দীর্ঘদিন পর মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে ইউনিয়নবাসির মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। নির্বাচনে অংশ নিতে বিএনপির কয়েকজন নেতার নাম প্রথমে শুনা গেলেও বিএনপি দলীয়ভাবে নির্বাচণে অংশ গ্রহণ না করায় শেষ পর্যন্ত কেউ আর প্রার্থী হননি। গত বুধবার উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন স্থানীয় উপজেলা নির্বাচন কার্যালয় থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তুু দলীয়ভাবে নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত না হওয়ায় মনোনয়ন ফরম দাখিল করেননি।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা জুবেদ আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় সিদ্ধান্ত না হওয়ায় বিএনপির কোন প্রার্থী নির্বাচনে অংশ নেননি। দলীয় মনোনয়ন প্রত্যাশি আমিও ছিলাম। তাই মনোনয়নপত্র ইতিমধ্যে সংগ্রহ করেছি। কিন্তুু দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মানপূর্বক মনোনয়ন দাখিল করেনি।
Leave a Reply