আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে :-
শিক্ষা, সংস্কৃতি, ঐক্য ও প্রগতির লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বাসীর প্রথম সংগঠন মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন মঙ্গলবার স্থানীয় এক হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাস্টার আমির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আঙ্গুর আলীর প্রাণবন্ত স ালনায় সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের নিজ নিজ রিপোর্ট পেশ করেন। সভায় বক্তব্য রাখেন, আবুল লেইস মিয়া, ইকবাল হোসেন, সফিক আহমেদ। আব্দুল আলী রউপ, মুক্তার মিয়া, আনসার আহমেদ প্রমুখ। বক্তাগন কার্যকরী কমিটির কার্যক্রমের ভুয়ষি প্রসংসা করেন। আরো বক্তব্য রাখেন, আব্দুল আলী রউপ, মুক্তার মিয়া, আনসার আহমেদ, মাহবুবুল হক শিরিন, আবুল কালাম আজাদ, মুহিত মিয়া, জাহাঙ্গীর হোসেন, আলী আক্কাস, জুবের মিয়া, কারী সাজ্জাদ মিয়া, তকদ্দুস আলি, মুফতি ছালেহ আহমেদ, কবি নজরুল ইসলাম, কামাল হোসেন, সাহজান মিয়া,নোমান আহমেদ, আহাদ খান, জামাল উদ্দিন, আলী হোসেন, সাহাব উদ্দিন, আলী হোসেন, মইনুল হোসেন, জান্নাতুল ইসলাম বাবুল, ওবাইদুর রহমান, আব্দুল আলীম, রাসেদ আহমেদ, সায়েদ আহমেদ, আরস আলী,আনোয়ার খান, সইফুল খান, আনোয়ার মিয়া, আব্দুল রব, দারাস মিয়া, মুহিব মিয়া, আজিজুল মিয়া, জাহাঙ্গীর খান, শাহেদ খান, আব্দুল মসব্বির, আরশ আলী প্রমুখ। বক্তাগন কার্যকরী কমিটির কার্যক্রমের ভুয়ষি প্রসংসা করেন।
সভার সভাপতি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার ডক্টর আব্দুল হান্নান ও হরমোজ আলী উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মাহবুবুল হক শিরিনকে সভাপতি, আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক ও আব্দুল ওয়াহিদকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করেন।
Leave a Reply