জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের নির্বাচনী নৌকা প্রতিকের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মিরপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে নৌকার প্রধান কার্যালয়ে মিরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দোলনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বাদশা মিয়ার পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী আব্দুল কাদির,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি মাহবুবুর রহমান ভুঁইয়া,এম, ফজরুল ইসলাম, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেম্বার জামিল হোসেন, পৌর যুবলীগ নেতা পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, যুবলীগে নেতা আফরোজ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্জ বজায় রাখতে নৌকা প্রতিকের বিকল্প নেই। এজন্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিতে করার জন্য আহবান জানানো হয়।
Leave a Reply