স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মিনাজপুর ও সুলেমানপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে উদ্যোগে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ) ও গ্রামের সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে মিনাজপুর জামেমসজিদ সংলগ্ন মাঠে ইসলামী সুন্নী মহাসন্মেলন অনুষ্ঠিত হয়। হাজী ইলিয়াছ মিয়া ও শাহ মোয়াম্মদ জয়নাল মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হযরতুল আল্লামা নজমুদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব হযরত আল্লামা হেলাল উদ্দিন সিরাজি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হয়রত আল্লামা মুফতি আবু নছর জিহাদী, মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ, হয়রত মাওলানা রায়হানুল বারী, আলহাজ্ব বদরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মতিউর রহমান, হাফিজ মঈন উদ্দিন প্রমুখ।